বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে। এ উপলক্ষে ওই দিন বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। প্রথম পোস্টে লেখা হয়, "৩১ ডিসেম্বর ২০২৪, বিপ্লবীরা প্রস্তুত তো?" আর পরবর্তী পোস্টে ইংরেজিতে লেখা হয়, “Proclamation of July Revolution.”
এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দুটি পোস্টে লেখেন, "Comrades, Now or Never" এবং “Proclamation of July Revolution.” জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে লিখেছেন, "All eyes on Shaheed Minar, 31 December, Time: 3 PM" এবং "Proclamation of July Revolution, Now or Never।" এ ছাড়া, সংগঠনের অন্যান্য নেতারাও তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের বার্তা দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অনানুষ্ঠানিকভাবে তাঁরা জানিয়েছেন, ঘোষণাপত্রে একটি রাষ্ট্রকল্প বা ভবিষ্যৎ রাষ্ট্রের ধারণা তুলে ধরা হবে। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের আদলে এটিতে বাংলাদেশের জনগণের সংগ্রামের ধারাবাহিকতার একটি বিবরণও থাকবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের পর ৮ সেপ্টেম্বর দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির যাত্রা শুরু হয়। এখন এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে তারুণ্যনির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে।
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ এ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে বলে সংশ্লিষ্টদের ধারণা।