সর্বোচ্চ আদালতের রায়ে ২৭তম বিসিএসে বাদ পড়া ১,১৩৭ জন চাকরিপ্রত্যাশী সরকারি চাকরিতে নিয়োগ পেতে যাচ্ছেন। এই রায়টি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দিয়েছে, যার ফলে প্রায় দেড় যুগ পর এই চাকরিপ্রত্যাশীরা সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারকের বেঞ্চ ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল হওয়ার পর বাদ পড়া এই প্রার্থীদের নিয়োগের সিদ্ধান্ত দেন। তাদের নিয়োগের বিষয়ে তিনটি পৃথক আপিল আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেওয়া হয়।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করা হয়, যা প্রার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। এরপর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু প্রথম পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থীরা হাই কোর্টে রিট আবেদন করেন। ২০০৮ সালে হাই কোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা ঘোষণা করে।
এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হলে ২০১০ সালে আদালত রায় দেয়, প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল বৈধ ছিল, এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করা হয়। এরপরও রিভিউ আবেদনের পর, ১,১৩৭ জনের পক্ষে করা পৃথক আপিলের ওপর শুনানি চলছিল।
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়, কারণ দেড় দশকের আইনি লড়াই শেষে এই ১,১৩৭ জন চাকরিপ্রত্যাশী এখন সরকারি চাকরির সুযোগ পাচ্ছেন।