২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন এ আর রহমান
দাম্পত্য জীবনের ২৯ বছর পার করার পর এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদ নিয়ে গুঞ্জন উঠেছে। বিষয়টি আরও আলোচনায় আসে যখন রহমানের ব্যান্ডের গিটারিস্ট মোহিনী দে তাঁদের বিয়ের একদিন পরই বিচ্ছেদের ইঙ্গিত দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে রহমান ও মোহিনীকে ঘিরে নানা তথ্য ছড়িয়ে পড়তে থাকে। রহমানের সঙ্গে মোহিনীর সম্পর্ক নিয়ে ভক্ত ও সমালোচকরা নানা মন্তব্য করতে শুরু করেন। এই পরিস্থিতিতে রহমানের সন্তানরা তাঁর পক্ষে দাঁড়ান এবং গুজবের তীব্র নিন্দা জানান।
অবশেষে এ আর রহমান নিজেই কঠোর অবস্থান নেন। সম্প্রতি তিনি তাঁর আইনি দলের পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশ করেছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, তাঁর ও তাঁর স্ত্রীর বিচ্ছেদ নিয়ে ছড়ানো মিথ্যা তথ্য এবং ভিডিওগুলো ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলতে হবে। অন্যথায় মানহানির মামলা করা হবে।
রহমানের মেয়ে রহিমা গুজবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, “গুজবের জন্ম হয় নিন্দুকের হাতে, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে নির্বোধেরা।” রহিমার এই মন্তব্য বাবার সম্মান রক্ষার এক স্পষ্ট বার্তা।
এদিকে রহমানের ছেলে এয়ার লিখেছেন, “আমার বাবা কেবল তাঁর শিল্পীর পরিচয়ের জন্য নন, মূল্যবোধের জন্যও ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছেন। কিন্তু এই ভিত্তিহীন গুজব দেখে মন সত্যিই খারাপ হচ্ছে।”
যে মোহিনী দের সঙ্গে রহমানের নাম জড়িয়ে গুজব রটেছে, তিনি নিজেও এই বিষয়ে সাড়া দেন। মোহিনী সাফ জানিয়েছেন, তিনি এই ধরনের গুজবে সময় নষ্ট করতে চান না এবং এসব ভিত্তিহীন কথা তাঁকে প্রভাবিত করতে পারবে না।
গুজব রটানোর এই প্রবণতা এবং তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভিত্তিহীন আলোচনা থামাতে রহমানের এমন কঠোর অবস্থান অনেকের কাছে প্রশংসনীয় হয়েছে।