দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে আত্মবিশ্বাসী টাইগার পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে ১৩ মাস পর জায়গা পেয়েছেন তিনি। সোমবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি ও প্রস্তুতির কথা জানান।
সাইফউদ্দিন বলেন, “প্রথমত জার্নিটা অনেক লম্বা ছিল, আপনারা জানেন। ১৩ মাস পর জাতীয় দলে সুযোগ পেয়েছি। কিন্তু সুযোগ পাওয়ার চেয়েও জায়গা ধরে রাখা অনেক কঠিন। সেই চেষ্টাই থাকবে।”
তিনি জানান, অনুশীলন ক্যাম্পে নিজের পুরোনো শক্তির জায়গাগুলোতেই বেশি মনোযোগ দিয়েছেন— “ক্যাম্পে বা প্রস্তুতি ম্যাচে চেষ্টা করেছি সেরাটা দিতে। কতটা পেরেছি জানি না, তবে নির্বাচকরা সন্তুষ্ট হয়েছেন বলেই দলে ডাক পেয়েছি। বোলিংয়ে ইয়র্কার, ভ্যারিয়েশন, লাইন-লেন্থ— এই জায়গাগুলোতে কাজ করেছি। নাজমুল ভাইয়ের সঙ্গে বোলিং নিয়ে কথা হয়েছে।”
আসন্ন সিরিজে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ভূমিকা রাখতে চান জানিয়ে সাইফউদ্দিন উদাহরণ টানেন ইংল্যান্ড দলের— “ইংল্যান্ড দলে দেখবেন ২-৩ জন পেস বোলিং অলরাউন্ডার থাকে। আমাদের দলের জন্যও যত বেশি অলরাউন্ডার থাকবে, ততই ভালো। তানজিম সাকিবের শেষ ম্যাচের ছোট ক্যামিও দলের কাজে লেগেছে, এটাই উদাহরণ।”
শেষে নিজের লক্ষ্য স্পষ্ট করে তিনি বলেন, “আমি অবশ্যই চেষ্টা করব ভালো কিছু করতে— সেটা ব্যাটিং হোক কিংবা বোলিং। যাদের সুযোগ থাকবে, তারা যেন দলের কাজে লাগে— সেটাই গুরুত্বপূর্ণ।”