‘হ্যারি পটার’ খ্যাত ব্রিটিশ অভিনেতা সাইমন ফিশার বেকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। রোববার (৯ মার্চ) অভিনেতার ম্যানেজার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বিবৃতিতে তিনি বলেন, “১৫ বছরের বন্ধুত্ব আমাদের। খুব কাছের একজনকে হারালাম।”
সাইমন ফিশার বেকার ‘হ্যারি পটার’ সিরিজে হগওয়ার্টসের ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি জনপ্রিয় ‘ডক্টর হু’ সিরিজে অভিনয় করেছিলেন।
শুধু সিনেমা নয়, টেলিভিশন ও অডিও ইন্ডাস্ট্রিতেও তার অবদান ছিল প্রশংসনীয়। বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন।
অডিও সিরিজেও তার দক্ষতা ছিল অসাধারণ। ‘ডক্টর হু: দ্য কার্স অফ স্লিপি হলো’-তে ফাদার হার্ডউড চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি, যা দর্শকের মনে দাগ কেটেছিল।
সাইমন ফিশার বেকারের মৃত্যুতে তার ভক্ত ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।