হ্যামিলটন টেস্টে রেকর্ড জয়, সাউদির শেষ দিন হয়েছে সুন্দর
নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ দিনে ১ উইকেট পেয়েছেন টিম সাউদি। সেটিও প্রতিপক্ষের সর্বোচ্চ রান সংগ্রাহক জ্যাকব বেথেলের। তবে সাউদির জন্য দিনের শেষটা ছিল অত্যন্ত সুন্দর। তার দল নিউজিল্যান্ড হ্যামিলটন টেস্টটি রেকর্ডগড়া ৪২৩ রানের জয় নিয়ে শেষ করেছে। এটি নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়। ক্যারিয়ারের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিলেন সাউদি, কিন্তু অনেক বছর পর এই ইংল্যান্ডকেই দুর্দান্ত এক জয় দিয়ে সাদা পোশাকের জার্সিটা তুলে রাখলেন তিনি।
ইংল্যান্ডের সামনে শেষ দুইদিনে ছিল পর্বতসম টার্গেট, ৬৫৮ রান। বিশেষত, যখন অধিনায়ক বেন স্টোকস ছিলেন না, তখন এই লক্ষ্য অসম্ভব মনে হচ্ছিল। আগের দিন সাউদি বেন ডাকেটকে বোল্ড করে নিউজিল্যান্ডকে প্রথম উইকেট এনে দিয়েছিলেন। আজ তিনি জ্যাকব বেথেলের উইকেটও পান। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে গ্লেন ফিলিপসের ক্যাচে সাউদির টেস্ট ক্যারিয়ারের ৩৯১তম শিকার হন বেথেল।
এদিন কাজটি সহজ করেছিলেন মিচেল স্যান্টনার, যিনি দিনের প্রথম উইকেট হিসেবে ৫৪ রান করা জো রুটকে ফিরিয়ে দেন। এরপর তিনি আরও ৩ উইকেট নেন, যার ফলে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে প্রতিরোধ গড়েছিলেন গাস অ্যাটকিনসন, যিনি ৪১ বলে ৪৩ রান করেন। কিন্তু তাও রানের পাহাড়ের সামনে তা খুব কার্যকর হয়নি।
হ্যামিলটন টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩৪৭ রান সংগ্রহ করে। স্যান্টনার ৭৬ এবং টম ল্যাথাম ৬৩ রান করেন, উইল ইয়াং ও কেইন উইলিয়ামসন ৪০ রানের ওপরে রান করেন। এরপর ইংল্যান্ড ব্যাট করতে নেমে বড় ভরাডুবি দেখে। জো রুটের ৩২ ছাড়া অন্যরা ত্রিশের কোটায় যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান ২৭ ছিল বেন স্টোকসের। ওলি পোপ করেন ২৪ রান। ইংল্যান্ড শেষ পর্যন্ত ১৪৩ রানে গুটিয়ে যায়, ফলে নিউজিল্যান্ডের লিড দাঁড়ায় ২০৪ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। উইল ইয়াং ও ড্যারিল মিচেল ৬০ রান করেন, তবে কেইন উইলিয়ামসন ১৪৯ রান করেন। ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৬৫৮। তবে ইংল্যান্ড মাত্র ২৩৪ রানে থেমে যায়, আর চোটের কারণে বেন স্টোকস ব্যাট করতে না পারায় ইংল্যান্ড খেলেছে একজন কম নিয়ে।