আমরা অনেকেই দিনের বড় একটা সময় হোয়াটসঅ্যাপে কাটাই—চ্যাট, ছবি বা ভিডিও আদানপ্রদান, ফাইল শেয়ারিং ইত্যাদির মাধ্যমে। এসব ব্যবহারের ফলে ফোনের স্টোরেজ ধীরে ধীরে ভরে যেতে থাকে। কারণ, হোয়াটসঅ্যাপে আসা ছবি, ভিডিও, ডকুমেন্ট প্রায় সব কিছুই অটো-সেভ হয়ে যায় ফোনের গ্যালারিতে। যদিও অনেক সময় এসব মিডিয়া দরকারি হয়, বেশিরভাগই থাকে অপ্রয়োজনীয়। ফলে শুধু স্টোরেজই ভরে না, ফোন ধীর গতিরও হয়ে পড়ে।
এই সমস্যা থেকে মুক্তি পেতে হোয়াটসঅ্যাপ এনেছে একটি সহজ সমাধান—মিডিয়া ভিসিবিলিটি বন্ধ করার ফিচার। এই ফিচার চালু করলে হোয়াটসঅ্যাপে আসা নতুন কোনো ছবি, ভিডিও বা ফাইল আপনার গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে না। আপনি চাইলে যেটা দরকার সেটাই নিজে থেকে সেভ করতে পারবেন। এতে ফোনে অপ্রয়োজনীয় ফাইল জমে থাকবে না এবং স্টোরেজও অনেকটাই খালি থাকবে।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সেটিংসটি আপনি চালু করবেন:
এভাবে মিডিয়া ভিসিবিলিটি বন্ধ করার ফলে নতুন করে কোনো মিডিয়া গ্যালারিতে আর দেখা যাবে না, যদিও তা হোয়াটসঅ্যাপে থেকেই যাবে। তবে মনে রাখতে হবে—এই সেটিং চালু করার আগে যে মিডিয়াগুলো ডাউনলোড করা হয়েছে, সেগুলোর উপর কোনো প্রভাব পড়বে না।
ফলাফল? স্টোরেজ থাকবে হালকা, ফোন থাকবে দ্রুত, আর আপনি থাকবেন চাপমুক্ত। এখন থেকে অপ্রয়োজনীয় ভিডিও বা ছবির ভিড়ে দরকারি ফাইল খুঁজে পেতে সময়ও নষ্ট হবে না।