হোটেল, রেস্তোরাঁ, পোশাকসহ ৪৩ পণ্য-সেবায় ১৫ শতাংশ ভ্যাট আরোপের পরিকল্পনা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪৩টি পণ্য ও সেবার ওপর ভ্যাট বৃদ্ধি করে ১৫ শতাংশ করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে এসব খাতে ৫ থেকে ১০ শতাংশ হারে ভ্যাট নেওয়া হয়। মূল্যস্ফীতির পরিস্থিতিতে এই ভ্যাট বৃদ্ধির ফলে সাধারণ জনগণের ব্যয় বাড়তে পারে।
এনবিআর জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের বাকি ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করাও একটি কারণ।
যেসব খাতে ভ্যাট বাড়ানোর প্রস্তাব
হোটেল ও রেস্তোরাঁ খাতে সাধারণ মানের এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) রেস্তোরাঁয় ভ্যাট ৫ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশ হতে পারে। নন-এসি হোটেলের ভ্যাট ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
স্থানীয় ব্র্যান্ডের পোশাকের ভ্যাট ৭.৫ শতাংশ থেকে দ্বিগুণ করে ১৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। সাধারণ পোশাকেও এই হার প্রযোজ্য হতে পারে।
মেডিসিন ব্যবসায় ভ্যাট বৃদ্ধি, সাবান, ডিটারজেন্ট, পেইন্ট, সুপারি, এবং আরও ৭টি পণ্যের আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিমানের টিকিটে এক্সাইজ ডিউটি এবং তামাকজাত পণ্যে সম্পূরক শুল্ক ও ভ্যাট বৃদ্ধি করারও পরিকল্পনা করা হয়েছে।
কার্যকর হওয়ার সময়
এ প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদন পেলে আগামী ৪ জানুয়ারি অধ্যাদেশ জারি করে কার্যকর হতে পারে। এনবিআর আগামী অর্থবছর থেকে প্রায় সব পণ্য ও সেবায় ১৫ শতাংশ ভ্যাট কার্যকর করতে চায়। ২০১২ সালে আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে এটি করা হচ্ছে।
একজন এনবিআর কর্মকর্তা জানিয়েছেন, 'চলতি মাস থেকেই আমরা ১৫ শতাংশ ইউনিফায়েড রেট কার্যকর করার প্রস্তুতি নিচ্ছি।'