শনিবার, ৫ই জুলাই, ২০২৫| রাত ২:৪২

‘হেরা ফেরি থ্রি’ নিয়ে জল্পনার অবসান, পরেশ রাওয়াল ফিরলেন ছবিতে

প্রতিবেদক
staffreporter
জুলাই ৪, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
‘হেরা ফেরি থ্রি’ নিয়ে জল্পনার অবসান, পরেশ রাওয়াল ফিরলেন ছবিতে

‘হেরা ফেরি থ্রি’ নিয়ে জল্পনার অবসান, পরেশ রাওয়াল ফিরলেন ছবিতে

‘হেরা ফেরি থ্রি’ নিয়ে ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছিল। বিশেষ করে বাবুরাও চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালের সরে যাওয়া এবং পরে ফেরার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল, যা অনেককে বিস্মিত করে।

তবে শেষ পর্যন্ত সব দ্বিধা-দ্বন্দ্ব দূর করে পরেশ রাওয়াল নিশ্চিত করেছেন, তিনি ‘হেরা ফেরি থ্রি’ ছবিতে ফিরছেন। আর এবার পুরো ঘটনার পেছনের কাহিনি তুলে ধরেছেন ছবির পরিচালক প্রিয়দর্শন।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়দর্শন বলেন, “পরেশ রাওয়াল নিজেই আমাকে ফোন করে বলেন, ‘স্যার, আমি ছবিটি করছি। আপনার প্রতি আমার শ্রদ্ধা সবসময়ই ছিল। আমি আপনার সঙ্গে ২৬টি ছবিতে কাজ করেছি, ছবিটি ছেড়ে দেওয়ার জন্য আমি দুঃখিত। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে এমনটা হয়েছিল।’”

পরিচালক জানান, শুধু পরেশ নয়, অক্ষয় কুমারও তাকে ফোন করে সব ঠিক আছে বলে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, “‘হেরা ফেরি’ সিরিজের প্রাণ হচ্ছে রাজু, শ্যাম ও বাবুরাও। এই তিন চরিত্র ছাড়া ছবিটি কল্পনাও করা যায় না।”

তিনি উল্লেখ করেন, একবার বিমানে এক হীরা ব্যবসায়ী তাকে অনুরোধ করে বলেছিলেন, “দয়া করে পরেশ রাওয়ালকে ফিরিয়ে আনুন, না হলে আমরা ছবিটি দেখব না।”

প্রসঙ্গত, ২০০০ সালে মুক্তি পাওয়া প্রথম ‘হেরা ফেরি’ এবং ২০০৬ সালের ‘ফির হেরা ফেরি’— উভয় ছবিই দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল। ত্রয়ী চরিত্রে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের কমেডি রসায়ন আজও দর্শকের মনে অমলিন। এবার ‘হেরা ফেরি থ্রি’-তে সেই পুরোনো দল আবার একসঙ্গে ফিরছে, যা দর্শকদের জন্য নিঃসন্দেহে বড় এক সুখবর।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত