বাংলা নাটকের কিংবদন্তি হুমায়ূন আহমেদ সৃষ্টি করেছিলেন বহু স্মরণীয় চরিত্র, যার মধ্যে ‘তারা তিনজন’ ছিল দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া একটি সিরিজ। সেই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু। এক যুগ পর দর্শকদের জন্য সুখবর নিয়ে এসেছেন হুমায়ূন আহমেদের পুত্র, নির্মাতা নুহাশ হুমায়ূন। তিনি ‘তারা তিনজন’-এর সেই আইকনিক চরিত্র নিয়ে আসছেন নতুন প্রোজেক্ট ‘ওরা তিনজন’ নামে।
নুহাশ হুমায়ূন জানিয়েছেন, তার বাবার প্রিয় এই তিন অভিনেতাকে নিয়ে গাজীপুরের বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে শুটিং সম্পন্ন হয়েছে। তবে কনটেন্টটি ইউটিউবে নয়, দেশের একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে।
ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু একসঙ্গে বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘তারা তিনজন টি-মাস্টার’, ‘তারা তিনজন ঝামেলায় আছে’, ‘তারা তিনজন হে পৃথিবী বিদায়’, ‘তারা তিনজন ফুচকা বিলাস’, ‘ভাইরাস’, ‘আমরা জেগে আছি’, ‘আবারো তিনজন’, ‘আমরা তিনজন’, ‘উড়ে যায় বকপক্ষী’ ইত্যাদি। এসব নাটক লিখেছিলেন হুমায়ূন আহমেদ, যা দর্শকদের মনে আজও দাগ কেটে আছে।
দর্শকদের সেই পুরনো ভালোবাসার কথা মাথায় রেখেই ‘ওরা তিনজন’ নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন। কবে থেকে এটি দেখা যাবে, তা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।