বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি অতি-সুবিধা প্রদানের কারণে বাংলাদেশের সীমান্তের ১৬০ জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে ভারত।
সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে রিজভী বলেন, “শেখ হাসিনা ভারতকে এমন সব সুবিধা দিয়েছেন, যা বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল করেছে। দুই দেশের আলোচনার মাধ্যমে যা সমাধান সম্ভব ছিল, সেটি পাশ কাটিয়ে ভারত জোর করে সীমান্তে কাঁটাতারের বেড়া লাগিয়েছে।”
তিনি আরও বলেন, “শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য দুই দেশের সম্মতির প্রয়োজন, কিন্তু তা অমান্য করে ভারত লালমনিরহাটসহ বিভিন্ন সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা করেছে। শেখ হাসিনার সরকারের নীতির কারণেই এসব হয়েছে।”
রিজভী অভিযোগ করেন, “বিজিবি অনেক জায়গায় ভারতের এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করেছে। কিন্তু শেখ হাসিনার আমলে তাদের কার্যক্রম সীমাবদ্ধ ছিল। তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে পদদলিত করেছেন।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে রিজভী ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে রিকশা, ভ্যান, এবং অটোরিকশা চালকদের ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করেন।
সভাপতিত্ব করেন আলমগীর হোসেন মন্টু। এছাড়া বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুবুর রহমান সমুন, এবং আবদুস সাত্তার পাটোয়ারিসহ শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।