হাসিনার বারবার অনুরোধ সত্ত্বেও কেন বিমান পাঠায়নি ভারত!?
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে এবং সেনাবাহিনীর অবস্থান বিপক্ষে যাওয়ার কারণে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা গত ৫ আগস্ট ভারত পালিয়ে যান। তবে এর আগে, নিজের নিরাপত্তার জন্য শেখ হাসিনা ভারতীয় কর্মকর্তাদের বারবার অনুরোধ করেন একটি বিমান পাঠানোর।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের তিনি জানান, ঢাকায় কোনো বিমানে চড়লে নিজেকে নিরাপদ মনে করছেন না। তিনি অনুরোধ করেন, ভারত থেকে একটি বিমানে তাঁকে নিয়ে যেতে। কিন্তু ভারতের পক্ষ থেকে সাড়া না মেলায় শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় তাঁকে দিল্লি পাঠানো হয়।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত ভবিষ্যৎ কূটনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বিমান পাঠানো থেকে বিরত ছিল। তারা যুক্তি দিয়েছিল, ভারতের বিমানে হাসিনাকে নিয়ে যাওয়া হলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাছাড়া, বাংলাদেশের সাধারণ জনগণের ভারতবিরোধী মনোভাব আরও প্রকট হতে পারে।
তবে, ভারত বাংলাদেশ সরকারকে বার্তা দিয়েছিল, দ্রুত ব্যবস্থা না নিলে তারা বিকল্প পদক্ষেপ নিতে পারে। এতে হাসিনাকে নিরাপত্তার সঙ্গে ভারত পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশের সামরিক নেতৃত্ব।
হাসিনা দেশ ছাড়ার আগে তিন পৃষ্ঠার একটি লেখা তৈরি করেন, যা তিনি নিজের সঙ্গে নিয়ে যান। দিল্লিতে পৌঁছার পর তিনি ঢাকায় থাকা তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীর সঙ্গে ফোনে কথা বলেন, তবে সেই লেখার বিষয়বস্তু এখনও অজানা।