নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, গত তিনটি নির্বাচনে গণমাধ্যমের অনেকে সত্য তথ্য প্রকাশ করতে পারেনি। শুক্রবার ২৯ নভেম্বর এফডিসিতে অনুষ্ঠিত একটি ছায়া সংসদে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
বদিউল আলম বলেন, "নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু হাসিনার আমলে বিগত তিন নির্বাচনে অনেক গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে সত্য তথ্য দেয়নি। আবার কেউ কেউ বাধ্য হয়েছিল সত্য তথ্য গোপন করতে।"
নতুন নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, "বৃক্ষ তার ফলে পরিচয়। তবে এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নেই। কারণ, গতবারের মতো এবার ক্ষমতাসীন রাজনৈতিক দলের তেমন চাপ নেই।"
তিনি আরও বলেন, সরকারের সহযোগিতা ছাড়া একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয়। সরকার নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশীজন।
গত তিনটি নির্বাচনে যেসব অপরাধ হয়েছে, সেসব অপরাধীদের শাস্তির আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, "সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন।"
বদিউল আলম মজুমদার আরও বলেন, নারী ভোটার এবং প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাও নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।