হাসিনাকে ফেরত দেওয়ার নোটে এখনও সাড়া দেয়নি ভারত
ছাত্রজনতার তীব্র গণআন্দোলনের মুখে পালিয়ে ভারত গিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে ভারতকে স্মারকপত্র দেওয়ার পরিকল্পনা করছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে রফিকুল আলম বলেন, গত বছরের ২৩ ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশনের মাধ্যমে শেখ হাসিনাকে বিচারিক কার্যক্রমের জন্য দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে একটি ভারবাল নোট পাঠিয়েছিল। তবে এখন পর্যন্ত ভারত সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি মিত্রদের সম্পৃক্ত করবে কিনা, এমন প্রশ্নে মুখপাত্র জানান, এ ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। এছাড়া, হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে গ্রেফতারি পরোয়ানা পাঠিয়েছে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন যে, ভারবাল নোটের সঙ্গে প্রয়োজনীয় সব নথিপত্র অন্তর্ভুক্ত ছিল।
ভারতকে সম্ভাব্য স্মারকপত্র দেওয়ার সময় সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র এটিকে একটি কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।
এদিকে, জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, তথ্য ও প্রমাণের ভিত্তিতে জাতিসংঘের তথ্য-অনুসন্ধানকারী দল এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, সংশ্লিষ্ট সময়ের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন রোম সংবিধির ৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের শামিল হতে পারে। তিনি আরও বলেন, জাতিসংঘের এই প্রতিবেদন দিল্লির ওপর হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে।