গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যে হামাস ও ইসরায়েলের ভবিষ্যৎ সংঘাত নিয়ে বিভক্ত মতামত দেখা যাচ্ছে। তবে এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ইসরায়েলের বেশিরভাগ নাগরিক নতুন করে যুদ্ধ চায় না। বন্দি বিনিময়ের মাধ্যমে জিম্মিদের মুক্ত করার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পক্ষে রয়েছে ৬১ শতাংশ ইসরায়েলি।
ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম কানের প্রকাশিত জরিপ অনুসারে, ৬০০ অংশগ্রহণকারীর মধ্যে ১৮ শতাংশ চায় হামাসের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হোক, আর ২১ শতাংশ সিদ্ধান্তহীন। কিন্তু অধিকাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধ বন্ধ রেখে বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা উচিত।
এমন অবস্থার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, চলমান বন্দিবিনিময় চুক্তির আওতায় গাজা থেকে তিনজন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে রয়েছেন সাগুই ডেকেল চেন, সাশা ট্রুফানোভ এবং ইয়াইর হর্ন।
যদিও নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হয়েছে, তবু ইসরায়েলি জনগণের বৃহৎ অংশ চাইছে কূটনৈতিক উপায়েই সংকট নিরসন হোক।