মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ১০:২৭

হামজা চৌধুরীর দেশে ফেরা: মাশরাফি বিন মোর্ত্তজার শুভেচ্ছা

প্রতিবেদক
staffreporter
মার্চ ১৯, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
হামজা চৌধুরীর দেশে ফেরা: মাশরাফি বিন মোর্ত্তজার শুভেচ্ছা

হামজা চৌধুরীর দেশে ফেরা: মাশরাফি বিন মোর্ত্তজার শুভেচ্ছা

বাংলাদেশের ফুটবলাঙ্গনে হঠাৎ আলোর ঝলকানি। নানা ধাপ পেরিয়ে লাল-সবুজের জার্সিতে খেলতে অবশেষে দেশে ফিরেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। সব ঠিক থাকলে চলতি মাসে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে তারকা এই ফুটবলারের।

হামজার দেশে ফেরা নিয়ে সমর্থকদের বাধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। যা ছুঁয়ে গেছে খোদ হামজাকেও। লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা এই ফুটবলারকে শুভকামনা জানাচ্ছেন অনেকেই। এবার বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাও দীর্ঘ পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরী। আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে।’

তিনি বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে, এই দেশের জন্য এটা বড় পাওয়া। আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা।’

আশা দেখলেও বাস্তবতার পথে হাঁটতে চান ম্যাশ। রাতারাতি সব পাল্টে যাবে না বলেও মনে করেন তিনি। লিখেছেন, ‘আপনি এসেই জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে। স্রেফ আশা করব, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে, শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, আর্জেন্টিনা-ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে। আশা করব, আপনাকে ঘিরে দেশের ফুটবলের সংস্কৃতিতে পরিবর্তন আসবে, আপনার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল এগিয়ে যাবে।’

সবশেষে লিখেছেন, ‘জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ প্রবাসী যারা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, আরও যারা আসবেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ফুটবল আমাদের প্রাণের খেলা। ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলোর জন্য শুভকামনা হামজা। শুভকামনা বাংলাদেশ ফুটবল দল।’

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের আবহাওয়া (১ জুলাই, ২০২৫)

আজকের আবহাওয়া (৩০ জুন, ২০২৫)

বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আজ, থাকছে ৯০ হাজারের বেশি পদ

বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আজ, থাকছে ৯০ হাজারের বেশি পদ

ঢাকা আহ্ছানিয়া মিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা আহ্ছানিয়া মিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, গণপিটুনির পর পুলিশে হস্তান্তর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, গণপিটুনির পর পুলিশে হস্তান্তর

আজকের মুদ্রার হার (১ জুলাই, ২০২৫)

আজকের মুদ্রার হার (২৩ ফেব্রুয়ারি, ২০২৫)

যুক্তরাষ্ট্রে অনিয়মে বাতিল হলো ভারতের আমের চালান

যুক্তরাষ্ট্রে অনিয়মে বাতিল হলো ভারতের আমের চালান

আজকের মুদ্রার হার (১ জুলাই, ২০২৫)

আজকের মুদ্রার হার (১২ জুন, ২০২৫)

উপাচার্য নিয়োগের দাবিতে আবার আন্দোলনে রাবিপ্রবি শিক্ষার্থীরা

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।

চিকিৎসা-পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে থাইল্যান্ডমুখী