মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৬:০৩

হজ শেষে দেশে ফিরতে প্রস্তুত বাংলাদেশি হাজিরা, ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু

প্রতিবেদক
staffreporter
জুন ৯, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ
হজ শেষে দেশে ফিরতে প্রস্তুত বাংলাদেশি হাজিরা, ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু

হজ শেষে দেশে ফিরতে প্রস্তুত বাংলাদেশি হাজিরা, ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষে এবার বাংলাদেশি হাজিদের দেশে ফেরার পালা। আগামীকাল মঙ্গলবার, ১০ জুন থেকে শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ সম্পন্ন করার পর হাজিরা ধীরে ধীরে মিনায় ফিরতে শুরু করেছেন। এ সময় অনেকে পথ হারিয়ে পড়ছেন বিপাকে এবং আশ্রয় নিচ্ছেন মক্কায় অবস্থিত হজ মিশনে।

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। সৌদি আরবের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, হজ চলাকালীন সময় ১৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে, বিভিন্ন শারীরিক সমস্যার কারণে এখন পর্যন্ত ১৮৮ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৯ জন সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন।

চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনায় কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইন লঙ্ঘনের দায়ে ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছে ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ৩১ মে। এখন সেই দীর্ঘ যাত্রা শেষে দেশে ফেরার অপেক্ষায় হাজারো হাজি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি