স্বাস্থ্য পরীক্ষার সব রিপোর্টের ভিত্তিতে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হবে : ডা. জাহিদ
স্বাস্থ্য পরীক্ষার চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় ‘দ্য লন্ডন ক্লিনিক’-এর সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে ডা. জাহিদ বলেন, বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সব রিপোর্ট পাওয়ার পরেই লিভার প্রতিস্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। তাঁর বয়স ও শারীরিক অবস্থার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, “ম্যাডামের বয়স এখন ৭৯। লিভার প্রতিস্থাপন তাঁর শরীরের জন্য উপযোগী কি না, তা বিবেচনায় আনতে হবে। তবে রিপোর্ট সম্পূর্ণ না আসায় এখনই চূড়ান্ত সিদ্ধান্তের সময় আসেনি।”
বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তিনি জানান, তাঁর লিভার, কিডনি, এবং হার্টের জটিলতা রয়েছে। এসব সমস্যার প্রতিটি সুনির্দিষ্টভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি মেডিকেল টিম এই চিকিৎসা কার্যক্রমে নিযুক্ত।
ডা. জাহিদ বলেন, “চেয়ারপার্সনের জন্য যেসব স্বাস্থ্যগত পরিবর্তন দরকার তা দ্রুততার সঙ্গে চিকিৎসকরা বিবেচনায় নিচ্ছেন। এখনো তাঁর বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফলাফল পর্যালোচনা চলছে এবং এসব রিপোর্ট বিশ্লেষণের পরেই পরবর্তী চিকিৎসার পথ নির্ধারণ হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি হওয়ার পর থেকেই ম্যাডামের লিভার ও হার্টের অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শ করে তাঁর জন্য সর্বোত্তম চিকিৎসা দিচ্ছেন।”
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন এবং লন্ডনের চিকিৎসা কেন্দ্রটিতে তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে লিভার প্রতিস্থাপন সম্ভব কি না এবং তা কার্যকর হলে তাঁর স্বাস্থ্যের উন্নতি হবে কি না, তা নিয়েই এখন মূল আলোচনা চলছে।