মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫| রাত ১২:৫৩

স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে পিনাকীর কড়া সমালোচনা

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে পিনাকীর কড়া সমালোচনা

স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে পিনাকীর কড়া সমালোচনা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্ব নিয়ে কঠোর সমালোচনা করেন।

পিনাকী লিখেছেন, “যেই বিশাল বাহিনীর নেতা আপনি, সেই বাহিনীর লোকেরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন। তাহলেই ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবন দিতেও প্রস্তুত থাকবে। আপনার কোনো পরিকল্পনা লাগবে না, কোনো প্রণোদনা দিতে হবে না, তারা নিজেরাই নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। কারণ তারা জানবে, আপনি আন্তরিকভাবেই বাহিনীকে নিয়ে গর্ব করেন।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কয়টা থানায় ভিজিট করেছেন? কয়বার বাহিনীর সদস্যদের সঙ্গে মাঠে গিয়ে দেখা করেছেন? তাদের ক্যান্টিনে বসে খেয়েছেন? তাদের পরিবারের খোঁজ নিয়েছেন? তাদের উদ্বুদ্ধ করতে কী কাজ করেছেন?”

পিনাকী দাবি করেন, মাঠপর্যায়ে গিয়ে নেতৃত্ব দেওয়ার বদলে গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে ‘আলগা সিরিয়াসনেস’ দেখানো হচ্ছে। তিনি লিখেছেন, “রাতেই যদি নিজে টহল দল নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় যেতেন, তাহলে আজই পরিস্থিতি পালটে যেত।”

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজই গাড়ি ভর্তি করে খাবার ও পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সঙ্গে দেখা করতাম। তাদের উৎসাহ দিতাম, সারারাত ঢাকার রাস্তায় ঘুরে বেড়াতাম, নাগরিকদের সাহস দিতাম। ফজরের নামাজের সময় মসজিদের সামনে দাঁড়িয়ে মুসল্লিদের সঙ্গে কুশলাদি বিনিময় করতাম। যতদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন ঘুমাতাম না।”

তিনি নেতৃত্বের ধরন নিয়ে কটাক্ষ করে বলেন, “মাঠে থেকে নেতৃত্ব দিতে হয়রে ভাই।”

পিনাকীর এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ