রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:০১

‘স্পিরিট অব জুলাই’ কনসার্ট: তহবিল সংগ্রহ ও বিশেষ সুবিধা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২০, ২০২৪ ৯:৪১ পূর্বাহ্ণ

‘স্পিরিট অব জুলাই’ কনসার্ট: তহবিল সংগ্রহ ও বিশেষ সুবিধা

আগামী শনিবার (২১ ডিসেম্বর) ‘স্পিরিট অব জুলাই’ এবং স্কাইট্র্যাকার লিমিটেড আয়োজিত ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্ট অনুষ্ঠিত হবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এই কনসার্টের টিকিট বিক্রি থেকে আয়োজক সংস্থা কোনো অর্থ গ্রহণ করবে না। পাশাপাশি, গায়ক রাহাত ফাতেহ আলী খান ও তাঁর দল পারিশ্রমিক না নিয়ে কনসার্টে অংশগ্রহণ করবেন। টিকিট বিক্রির পুরো অর্থ জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের কল্যাণে ব্যয় করা হবে।

কনসার্ট আয়োজনে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক (টিকিট ও ভেন্যু) থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এনবিআরের প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এই সুবিধা দেওয়া হয়। উল্লেখ্য, আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ এই কনসার্ট আয়োজনের জন্য কোনো ভাড়া নেবে না।

আদেশে বলা হয়েছে, ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে প্রযোজ্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে। মূসক আইনের ধারা ৯২ অনুযায়ী, সংশ্লিষ্ট কমিশনার নিশ্চিত করবেন যে কনসার্টটি মূসক ও শুল্কমুক্তভাবে প্রদর্শিত হচ্ছে। তবে কোনো অনিয়ম বা অভিযোগ উত্থাপিত হলে সংশ্লিষ্ট শুল্ক পরিশোধযোগ্য হবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কনসার্টকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে। ওই দিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। যানজট এড়াতে বিমানবন্দর, কুড়িল ও বনানী র‍্যাম্প টোল ছাড়াই এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ থাকবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, টঙ্গী-উত্তরা থেকে গুলশান, বনানী ও মহাখালী অভিমুখী যানবাহন স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করবে। উত্তরা থেকে এয়ারপোর্ট হয়ে গুলশান ও বনানীগামী যানবাহন রেডিসন হোটেলের আগে ইউটার্ন অথবা বনানী ওভারপাসের নিচের ইউলুপ ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে। ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহনের জন্য কুর্মিটোলা হাসপাতালের সামনের র‍্যাম্প ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ