‘স্কাই ফোর্স’ সিনেমার বক্স অফিস বিতর্ক নিয়ে মুখ খুললেন পরিচালক
সম্প্রতি মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত ছবি স্কাই ফোর্স বক্স অফিসে ভালো ব্যবসা করলেও, এর আয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এক বাণিজ্য বিশেষজ্ঞ দাবি করেছেন, সিনেমার প্রকৃত আয় নিয়ে ভুল তথ্য প্রচার করা হয়েছে।
তার মতে, ভারতে সিনেমাটি ৮০ কোটির বেশি আয় করলেও প্রথম সপ্তাহেই ১০০ কোটির ব্যবসার দাবি করা হয়েছে। এমনকি, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা নিজেরাই বেশি করে টিকিট কিনে আয় বাড়ানোর চেষ্টা করেছে।
এই বিষয়ে মুখ খুলেছেন স্কাই ফোর্স-এর পরিচালক সন্দীপ কেউলানি। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “কোনও ভুল তথ্য প্রকাশ করা হয়নি। দর্শকের ভালোবাসার কারণেই সিনেমাটি ভালো ব্যবসা করছে।”
তিনি আরও বলেন, বক্স অফিস আয় কোনও সিনেমার মানের সঙ্গে সম্পর্কিত নয়। উদাহরণ হিসেবে তিনি মুন্নাভাই এমবিবিএস-এর কথা উল্লেখ করে বলেন, “যদি কেউ এই সিনেমাটি পছন্দ করেন, তবে তিনি নিশ্চয়ই বক্স অফিস কালেকশনের কথা ভাববেন না।”
পরিচালক মনে করেন, বক্স অফিস আয় চিরস্থায়ী নয় এবং শুধুমাত্র আয় দেখে সিনেমার মান নির্ধারণ করা উচিত নয়। তবে তিনি স্কাই ফোর্স নিয়ে আশাবাদী, কারণ দর্শকদের কাছে এই ধরনের সিনেমা জনপ্রিয় হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।