সৌদিতে দাঁতের ব্যথায় হাসপাতালে ভর্তি হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের দাম্মাম শহরে দাঁতের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৯ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী সোহেল রানা। টানা ২৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে শনিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সোহেল রানা নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর পানা উল্লাহ গ্রামের বাসিন্দা। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং চার বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন।
২০১৭ সালে সৌদি আরব যান সোহেল। গাড়ি চালানোর কাজ শেষে হঠাৎ দাঁতের ব্যথা শুরু হলে সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকেরা জানান, তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল এবং শেষমেশ ফুসফুসের অবনতি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
পরিবার ও প্রতিবেশীরা সোহেল রানার মৃত্যুকে গভীর শোকের সাথে মেনে নিচ্ছেন। তার প্রতিবেশী আব্দুল করিম জানান, সোহেল রানার ব্যবহার অত্যন্ত ভালো ছিল, এবং দেশে থাকাকালীন দাঁতের সমস্যা থেকেই শরীরে সংক্রমণ ছড়ায়।
চরজব্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাউছার জানান, সোহেলের পরিবার একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকে কাতর। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য দূতাবাসের সহায়তা চেয়েছে তার পরিবার।