শনিবার, ১২ই জুলাই, ২০২৫| বিকাল ৩:৫৫

সেনা সদস্য হেনস্তা ইস্যুতে সেনা সদরের চিঠি অপব্যাখ্যা: আইএসপিআর

প্রতিবেদক
staffreporter
জুলাই ১২, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ
সেনা সদস্য হেনস্তা ইস্যুতে সেনা সদরের চিঠি অপব্যাখ্যা: আইএসপিআর

সেনা সদস্য হেনস্তা ইস্যুতে সেনা সদরের চিঠি অপব্যাখ্যা: আইএসপিআর

পুলিশ কর্তৃক সেনা সদস্যদের হেনস্তার অভিযোগ সংক্রান্ত সেনা সদরের একটি চিঠি অপব্যাখ্যার শিকার হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সেনা সদরের একটি প্রশাসনিক চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই চিঠিতে বিভিন্ন সময়ে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে ঘটে যাওয়া ঘটনাসমূহের ভিত্তিতে সেনা সদস্যদের হেনস্তার অভিযোগের একটি তালিকা চাওয়া হয়েছিল।

তবে আইএসপিআর স্পষ্ট করেছে, চিঠিটি ছিল কেবলমাত্র পিলখানায় সংঘটিত ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ সংক্রান্ত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’-এর চাহিদার প্রেক্ষিতে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে। চিঠিটি কোনোভাবেই সমসাময়িক কোনো ঘটনার প্রতিফলন নয়।

আইএসপিআর জানায়, পরবর্তীতে যেকোনো রকম ভুল ব্যাখ্যা বা অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া এড়াতে সেনা সদর কর্তৃপক্ষ দ্রুত চিঠিটি বাতিল করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাস্থা তৈরি করতে চাচ্ছে। অথচ বাস্তবে দুই বাহিনীই দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক শ্রদ্ধা, সমন্বয় ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত