সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ২:০৯

সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’ সিনেমায় প্রথম ঝলক

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৬, ২০২৪ ৪:০৮ পূর্বাহ্ণ

সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’ সিনেমায় প্রথম ঝলক

সৃজিত মুখার্জি পরিচালিত ব্রাত্য বসুর জনপ্রিয় নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’ অবলম্বনে তৈরি সিনেমার প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। এতে দেখা যায় লেনিনের ভাঙা মূর্তির সামনে বসে আছেন দুই ব্যক্তি। নিচে লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’, পাশে কাস্তে-হাতুড়ি থেকে রক্তের মতো লাল রঙ চুঁইয়ে পড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

থিয়েটারের জন্য রচিত এই নাটকে মূল চরিত্র সব্যসাচীর ভূমিকায় অভিনয় করেছিলেন দেবশংকর হালদার। সিনেমায় সব্যসাচী চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। সব্যসাচীর ছেলে ইন্দ্রের ভূমিকায় মঞ্চে অভিনয় করেছিলেন রজতাভ দত্ত। এবার সেই চরিত্রে দেখা যেতে পারে পরমব্রত চট্টোপাধ্যায়কে।

শোনা যাচ্ছে, ইন্দ্রের বোনের চরিত্রে অভিনয় করবেন অঙ্গনা রায়। এটি তার জন্য বড় একটি ব্রেক হতে পারে বলে মনে করা হচ্ছে। মায়ের চরিত্রে অনসূয়া মজুমদার অভিনয় করতে পারেন বলে খবর।

এই গল্পে সময়ের মিশ্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে একদিকে যেমন ৭০-এর দশকের অতীত রয়েছে, অন্যদিকে ২০০২ সালের বর্তমানও উঠে আসবে। ব্রাত্য বসুর নাটক থেকে সিনেমায় রূপান্তর নিয়ে কিছুটা সংশয় থাকলেও পরিচালক সৃজিতের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।

সৃজিত মুখার্জি চলতি বছরে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক সিনেমা, যার মধ্যে রয়েছে ‘অতি উত্তম’, ‘পদাতিক’, এবং ‘টেক্কা’। আগামী বছরের জন্য তিনি প্রস্তুত করছেন আরও তিনটি সিনেমা—‘উইঙ্কল টুইঙ্কল’, ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’, এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’।

‘উইঙ্কল টুইঙ্কল’-এর সিনেম্যাটিক উপস্থাপনা কীভাবে দর্শক মন জয় করবে, তা নিয়ে সবার প্রত্যাশা এখন তুঙ্গে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
ইসলামী ব্যাংকে নিয়োগ: স্নাতক পাসে আবেদনের সুযোগ

ইসলামী ব্যাংকে নিয়োগ: স্নাতক পাসে আবেদনের সুযোগ

দুবাইয়ে পথচারীদের জন্য ৬,৬০০ কিলোমিটার রাস্তা নির্মাণ প্রকল্প

এবার আলোচনায় টিউলিপের পারিবারিক বন্ধু সালমানপুত্র শায়ান

এবার আলোচনায় টিউলিপের পারিবারিক বন্ধু সালমানপুত্র শায়ান

যুক্তরাষ্ট্রকে সোনালি সময় ফিরিয়ে দিতে কানাডার সহায়তার আশ্বাস

যুক্তরাষ্ট্রকে সোনালি সময় ফিরিয়ে দিতে কানাডার সহায়তার আশ্বাস

২০২৫ সালে প্রযুক্তি খাতে সর্বাধিক চাহিদাসম্পন্ন দক্ষতাগুলো

২০২৫ সালে প্রযুক্তি খাতে সর্বাধিক চাহিদাসম্পন্ন দক্ষতাগুলো

কিউআর কোড স্ক্যান করে প্রতারণার ঝুঁকি এড়ানোর উপায়

আজকের আবহাওয়া (২ ফেব্রুয়ারি, ২০২৫)

আজকের আবহাওয়া (২৪ ডিসেম্বর, ২০২৪)

খেলাপি ঋণ নীতির নতুন নিয়মে ব্যবসায়ীদের ক্ষোভ, বিনিয়োগের সংকট সৃষ্টি হবে

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুগের অবসান

রাশিয়ায় ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের মৃত্যুদণ্ড বেড়েই চলেছে

রাশিয়ায় ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের মৃত্যুদণ্ড বেড়েই চলেছে