বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামী যখনই সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র হয়েও জামায়াত বারবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
সোমবার দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জামায়াত দাবি করে যে জিয়াউর রহমান ‘কিংস পার্টি’ গঠন করেছিলেন। অথচ স্বাধীনভাবে সংবাদপত্র পড়ার অধিকারকে যদি গণতন্ত্রের অপরিহার্য শর্ত ধরা হয়, তবে সেই গণতন্ত্রের মহানায়ক ছিলেন জিয়াউর রহমান। তিনি রাজনৈতিকভাবে নিষিদ্ধ অনেক দলকে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন, যার মধ্যে জামায়াতও ছিল। কিন্তু এই দলটিই সুযোগ পেলেই বিএনপিকে আঘাত করেছে, বারবার ষড়যন্ত্র করেছে, যা অতীতেও দেখা গেছে এবং এখনও অব্যাহত আছে।
জুলাই আন্দোলনে নিহত শ্রমিকদের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, "রিকশাচালক, ভ্যানচালক, যারা একদিন কাজ না করলে পরিবার না খেয়ে থাকবে, তারা জীবন দিয়েছেন। কিন্তু সরকার তাদের পুনর্বাসনের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। তাদের আত্মত্যাগকে অবহেলা করা হচ্ছে। অথচ বিএনপিকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে নানা অভিযোগ তোলা হচ্ছে।"
ছাত্রশিবিরের এক সংবাদ সম্মেলন নিয়ে তিনি বলেন, "জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবির এখন বলছে, ছাত্রদলের মধ্যে তারা নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছে। অথচ একসময় ছাত্রশিবিরকেও নিষিদ্ধ হতে হয়েছে। আমরা জানি, ছাত্রশিবিরের বর্তমান অনেক নেতাই এখন ছাত্রলীগে ঢুকে পদ-পদবি পেয়েছেন। তাদের অনেকে গুপ্ত শিবির হিসেবেও পরিচিত।"
তিনি আরও বলেন, "আমাদের কাছে ছাত্রশিবিরের বর্তমান কার্যক্রমের অনেক প্রমাণ রয়েছে। কিন্তু তারা এখন অবান্তর কথা বলছে। বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।