ইসরাইলি সেনারা সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির তথাকথিত ‘বাফার জোন’ ছেড়ে যাবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে জাতিসংঘ তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গোলান মালভূমির মাউন্ট হেরমনের শীর্ষে দাঁড়িয়ে নেতানিয়াহু বলেন, ইসরাইলি সেনারা এখানেই থাকবে যতদিন না ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত হয়। তিনি আরও উল্লেখ করেন, ৫৩ বছর আগে তিনি সৈনিক হিসেবে এই পাহাড়ে ছিলেন, তবে বর্তমান পরিস্থিতিতে এই এলাকার কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা ও যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইসরায়েল কাৎজও এ সময় বলেন, এই এলাকা দখলে রাখার মাধ্যমে ইসরাইল তার নিরাপত্তা আরও শক্তিশালী করছে।
ইসরাইলি সেনারা বাশার আল-আসাদের পতনের পর সশস্ত্র গোষ্ঠীর সহযোগিতায় বাফার জোনটি দখল করে নেয়, যা ১৯৭৪ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর জাতিসংঘের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজাররিক এক বিবৃতিতে বলেন, ইসরাইলি সেনাদের উপস্থিতি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ইসরাইলের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে।