সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসের কাছে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ইসরায়েলের দাবি, তারা একটি সামরিক স্থাপনায় হামলা করেছে যেখানে সিরিয়ার পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুদ ছিল। তবে হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান পশ্চিম সিরিয়ার বন্দরনগরী তারতুস লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সানা আরও জানিয়েছে, হামলার ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বেসামরিক প্রতিরক্ষা দল এবং বিশেষায়িত ইউনিট হামলার সঠিক অবস্থান যাচাই করতে কাজ করছে।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছিল, ভূমধ্যসাগরীয় এই বন্দরনগরীতে ইসরায়েলি হামলার প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে। ইসরায়েলের চ্যানেল ১৪ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী শহরের অনির্দিষ্ট স্থানে বিমান হামলা শুরু করেছে, তবে হামলার বিশদ বিবরণ তারা দেয়নি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সিরিয়ার আকাশসীমায় ইসরায়েলি বিমানের তৎপরতার কথাও উল্লেখ করা হয়েছে।
পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী কারদাহা এলাকায় “একটি সামরিক স্থানে হামলা করেছে যেখানে সিরিয়ার পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুত করা হয়েছিল”। কারদাহা শহরটি সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিজ শহর এবং এটি তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
এছাড়া, ইসরায়েলি সেনাবাহিনী গত মঙ্গলবার জানিয়েছিল, তারা দক্ষিণ সিরিয়ায় অস্ত্র সম্বলিত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই অঞ্চলে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো কয়েকদিন পর এই হামলা চালানো হয়।