সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের সমাপ্তি ঘটেছে বলে দেশটির সেনা কমান্ডাররা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন একজন সিরিয়ান কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে। সিরিয়ার বিদ্রোহীরা এই ঘোষণা দিয়ে বলেছেন, আসাদ যুগের অবসান হয়েছে এবং তারা সিরিয়াকে আসাদমুক্ত ঘোষণা করেছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার দুইজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, আসাদ একটি প্লেনে করে রাজধানী দামেস্ক ছেড়ে গেছেন। তবে তিনি কোথায় গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ফ্লাইটরাডার ওয়েবসাইটে দেখা গেছে, দামেস্ক বিমানবন্দর থেকে একটি বিমান উড্ডয়ন করার পর উপকূলীয় অঞ্চলের দিকে যাওয়ার সময় আচমকা ইউ-টার্ন নিয়ে অদৃশ্য হয়ে যায়।
বিরোধী গোষ্ঠীগুলো এক বিবৃতিতে জানিয়েছে, "স্বৈরাচারী শাসক আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা দামেস্ককে বাশার আল-আসাদ থেকে মুক্ত ঘোষণা করছি।" বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করেছে। টেলিগ্রামে বিদ্রোহীরা জানিয়েছে, তাদের সেনারা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দামেস্কের প্রধান স্কয়ারে হাজারো মানুষ জড়ো হয়েছেন। স্বাধীনতার দাবিতে স্লোগান দিচ্ছেন এবং উদযাপন করছেন। বিদ্রোহীরা বলেছে, "আমরা সেদনায়া কারাগারের অবিচারের যুগের অবসান ঘটাতে এবং বন্দীদের মুক্ত করতে বদ্ধপরিকর।"
বাশার আল-আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় ছিলেন। তার আগে তার বাবা হাফেজ আল-আসাদ প্রায় তিন দশক দেশটি শাসন করেন। আসাদের সরকারকে রাশিয়া ও ইরান সামরিক সহায়তা দিয়ে আসছিল। বিদ্রোহীদের এই অগ্রযাত্রা সিরিয়ার দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে একটি বড় পরিবর্তন হিসাবে চিহ্নিত হচ্ছে।