সিরিয়ার নতুন নেতার গ্রেফতারে কোটি ডলার পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
সিরিয়ার নতুন নেতা আহমদ আল-শারাকে (আবু মোহাম্মদ আল-জোলানি) গ্রেফতারের জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। নিকট প্রাচ্যবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ সিরিয়ার রাজধানীতে নতুন প্রশাসনের সাথে বৈঠকের পর এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
সম্প্রতি বাশার আল-আসাদের পতনে নেতৃত্ব দেওয়া আল-জোলানি হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান, যা একসময় আল-কায়েদার সাথে সম্পর্কিত ছিল। যুক্তরাষ্ট্র ২০১৮ সালে এইচটিএসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল।
বারবারা লিফ বলেন, এইচটিএস প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর কোনো হুমকি সৃষ্টি করবে না। তিনি সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।
পরিচয় গোপন রাখা এক সিরিয়ান কর্মকর্তা এএফপিকে জানান, মার্কিন প্রতিনিধিদের সাথে আল-শারার বৈঠক ইতিবাচক ছিল এবং ভবিষ্যতে এর ভালো ফলাফল আশা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল।