সিরিয়ার দামেস্কে চার্চে আত্মঘাতী হামলায় অন্তত ২২ নিহত
সিরিয়ার রাজধানী দামেস্কের প্রফেট ইলিয়াস গ্রিক অর্থডক্স চার্চে রবিবার সন্ধ্যায় সংঘটিত আত্মঘাতী হামলায় অন্তত ২২ জন নিহত এবং আরও ৬৩ জন আহত হয়েছেন। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২৩ জুন) এই তথ্য জানিয়েছে।
বিবিসি সূত্রে জানা যায়, হামলাকারী প্রথমে চার্চের ভেতরে গুলি ছোড়ে, যেখানে রোববারের প্রার্থনায় অনেক মানুষ উপস্থিত ছিলেন। এরপর নিজ শরীরে থাকা বোমাটি বিস্ফোরিত করে তিনি আত্মঘাতী হন।
হামলাকারী সন্ত্রাসী গোষ্ঠী আইএস-এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার তথ্য পাওয়া গেলেও, এখনও পর্যন্ত গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করেনি।
মন্তব্য করুন