বাশার আল-আসাদের সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্তের বাফার জোন এবং হারমন পর্বতের সিরিয়ার অংশ দখলের পর এবার দেশটির দক্ষিণাঞ্চলের তিনটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিরিয়ার দারা প্রদেশের জামলাহ এবং দামেস্কের গ্রামাঞ্চলের মাজরাত বেইত জিন ও মাঘর আল-মির গ্রামগুলো দখল করেছে ইসরায়েলি বাহিনী।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দীর্ঘ ২৫ বছর ধরে ক্ষমতায় থাকলেও, বিদ্রোহীদের হাতে রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ হারানোর পর গত ৮ ডিসেম্বর তিনি রাশিয়ায় পালিয়ে যান। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) মাত্র দুই সপ্তাহের মধ্যে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়।
ইসরায়েল ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন করে গোলান মালভূমির অসামরিকীকৃত অঞ্চলে সেনা মোতায়েন করেছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বেশ কয়েকটি আরব দেশ।
জাতিসংঘের ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্স (ইউএনডিওএফ) জানিয়েছে, বাফার জোনটি প্রায় ৭৫ কিলোমিটার দীর্ঘ এবং এর প্রস্থ দক্ষিণে ১০ কিলোমিটার থেকে ২০০ মিটার পর্যন্ত বিস্তৃত।
এই নতুন দখল ইসরায়েল-সিরিয়া সম্পর্ককে আরও উত্তপ্ত করেছে এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে।