সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে মাইসা সাবরিনকে নিয়োগ দিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। তিনি ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন। এই প্রথম দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে একজন নারী বসছেন।
মাইসা সাবরিনের ব্যাংকিং খাতে দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, বিশেষত ব্যাংকিং খাতের তদারকির কাজটি তার তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, মাইসা দামেস্ক ইউনিভার্সিটি থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০১৮ সাল থেকে দামেস্ক সিকিউরিটিজ এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এবং অফিস কন্ট্রোল ডিভিশনের প্রধান হিসেবে কাজ করেছেন।
মাইসা বিদায়ী গভর্নর মোহাম্মদ ইসসাম হাজিমের স্থলাভিষিক্ত হবেন। ইসসামকে ২০২১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এ পদে নিয়োগ দিয়েছিলেন। তবে চলতি বছরের ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে একটি অভিযানের মাধ্যমে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন।
বিদ্রোহী সরকারের অর্থনৈতিক নীতিতে পরিবর্তনের অংশ হিসেবে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক আমদানি-রপ্তানিতে আগাম অনুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া এবং বিদেশি মুদ্রা ব্যবহারের নিয়ন্ত্রণ শিথিল করেছে। তবে দেশটি এখনো যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
মাইসা সাবরিন অন্তর্বর্তী সরকারের অধীনে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী কর্মকর্তা। এর আগে আয়শা আল-দিবসকে নারীবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।