সিরিয়ার ভূখণ্ডে ২৫০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের নিরাপত্তা–সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, এটি ইসরায়েলি বিমানবাহিনীর ইতিহাসে সিরিয়ায় অন্যতম বড় আক্রমণ।
এই হামলা চালানো হয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতি ও রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর। বিদ্রোহী যোদ্ধাদের ১২ দিনের অভিযানের মাধ্যমে আসাদের সরকার পতন ঘটে।
ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য অনুসারে, হামলার লক্ষ্যবস্তু ছিল আসাদ সরকারের সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান, ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অস্ত্র উৎপাদন ক্ষেত্র, ওয়্যারহাউস এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।
বাশার আল-আসাদ ও তার পরিবার বর্তমানে রাশিয়ার মস্কোতে অবস্থান করছেন। রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানকে আসাদ সরকারের পতনের পেছনে একটি বড় অবদান বলে উল্লেখ করেছেন। সিরিয়া-ইসরায়েল সীমান্তে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “ইরান ও হিজবুল্লাহর ওপর আমাদের আক্রমণের ফলাফলই আসাদ সরকারের পতন।”