সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের নিন্দায় তুরস্ক, কাতার, মিশর
সিরিয়া সীমান্তের অভ্যন্তরে ইসরাইলি সামরিক পদক্ষেপ এবং দখলের নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক এবং মিশর। জেরুজালেমের দাবি, ইসরাইলের দখলকৃত গোলান মালভূমিতে যে কোনো হুমকি মোকাবিলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিপরীতে, ইসরাইলি হামলায় সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১১ ডিসেম্বর) টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, “সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা ইসরাইলের পক্ষে অগ্রহণযোগ্য।” তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরাইলি পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, “এটি সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি অবজ্ঞা প্রদর্শন।”
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের পদক্ষেপকে সিরিয়ার ভূমি দখল এবং বাফার জোনে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা বলে উল্লেখ করেছে।
সৌদি আরবসহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোও ইসরাইলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এই পদক্ষেপ সিরিয়ার নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট করবে।
ইরান একে জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
বাশার আল-আসাদের শাসন পতনের পর থেকে সিরিয়ায় ইসরাইলি বিমান হামলা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ হামলায় সিরিয়ার সেনাঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছে ইসরাইলি বাহিনী।
আল-জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদের বরাতে জানা যায়, ইসরাইলি সেনারা হেরমনের পাহাড়সহ আশপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করেছে।
সিরিয়ার বিভিন্ন সূত্র জানিয়েছে, ইসরাইলি সামরিক ট্যাংক প্রথমবারের মতো সিরিয়ার সীমান্ত অতিক্রম করে দামেস্কের কাছাকাছি পৌঁছেছে।