সোমবার, ৭ই জুলাই, ২০২৫| রাত ১০:৩৯

সিনেমা নয়, এবার এক শিশুর নামকরণ করে আলোচনায় আমির খান

প্রতিবেদক
staffreporter
জুলাই ৭, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
সিনেমা নয়, এবার এক শিশুর নামকরণ করে আলোচনায় আমির খান

সিনেমা নয়, এবার এক শিশুর নামকরণ করে আলোচনায় আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবার আলোচনায় এলেন এক ব্যতিক্রমী কাজের কারণে। কোনো নতুন সিনেমা নয়, বরং একটি কন্যাশিশুর নামকরণ করে ভক্তদের মন জিতে নিয়েছেন তিনি।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’ ইতিমধ্যেই দর্শকমহলে প্রশংসিত হয়েছে। এই সাফল্যের মাঝেই এক বিশেষ নিমন্ত্রণে হায়দরাবাদে উপস্থিত হন তিনি। সেখানেই দক্ষিণী অভিনেতা বিষ্ণু বিশাল ও প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার কন্যাসন্তানের নামকরণ উৎসবে অংশ নেন আমির খান।

গত ২২ এপ্রিল বিষ্ণু-জ্বালা দম্পতির ঘরে জন্ম নেয় এই কন্যাশিশু। তার নাম রাখার জন্য আয়োজন করা হয় এক ঘরোয়া উৎসব, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির খান। সেখানেই তিনি শিশুটির নাম রাখেন— মীরা

এই মুহূর্তের কিছু হৃদয়ছোঁয়া ছবি জ্বালা গুট্টা সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এক ছবিতে দেখা যায়, আমির খানের কোলে ঘুমিয়ে আছে ছোট্ট মীরা। অন্য ছবিতে আমির তাকে আদরে আগলে রেখেছেন। ছবির ক্যাপশনে জ্বালা লেখেন, “আমাদের মীরা। এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। আমির, তোমাকে ছাড়া এই মুহূর্তটা অসম্পূর্ণ থাকত। এত সুন্দর একটা নাম দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।”

পোস্টটি প্রকাশের পর অনুরাগীরা দারুণ সাড়া দিয়েছেন। তারা ‘মীরা’ নামটি যেমন পছন্দ করেছেন, তেমনই আমিরের এই আন্তরিক অংশগ্রহণেরও ভূয়সী প্রশংসা করেছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি