ভারতের বিখ্যাত জ্যোতিষী সুশীল কুমার সিং সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, সালমান খান ও শাহরুখ খান দুজনেই ৬৭ বছর বয়সে মারা যাবেন। বিশেষ করে সালমান খানের ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত তার জন্য খুবই খারাপ সময় যাবে, এমনকি একটি গুরুতর রোগে আক্রান্ত হয়ে তিনি ধীরে ধীরে শেষ হয়ে যাবেন।
সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে এই ভবিষ্যদ্বাণী করেন সুশীল কুমার। তিনি বলেন, সালমানের এমন একটি অসুখ হবে যার নাম মুখে আনাও কঠিন। একই বছর শাহরুখ ও সালমানের মৃত্যু হবে বলেও দাবি করেন তিনি।
তবে এই ভবিষ্যদ্বাণী শুনে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সুচিত্রা। তিনি বলেন, এমন ভুয়া ও ভিত্তিহীন ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করা উচিত নয়। জ্যোতিষশাস্ত্রের নামে যারা মানুষকে বিভ্রান্ত করেন, তাদের নিষিদ্ধ করা দরকার। সুচিত্রা আরও জানান, একবার সুশীল কুমার ভুল করে তার জন্ম মাস মার্চ বলেছিলেন, যদিও তা আসলে নভেম্বর।
এই ধরনের ভবিষ্যদ্বাণীকে "সস্তা প্রচারণা" বলে অভিহিত করে সুচিত্রা চ্যানেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যেন তারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়ানো থেকে বিরত থাকেন। তিনি মনে করেন, খ্যাতনামীদের নিয়ে এভাবে ভবিষ্যদ্বাণী করাই সহজ, কারণ তারা সাধারণত এসব নিয়ে মাথা ঘামান না।