কেএম নুরুল হুদার পর এবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কাজী হাবিবুল আউয়ালের নামে শেরেবাংলা নগর থানায় নির্বাচন জালিয়াতির অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার গ্রেপ্তার হওয়া দুই সাবেক সিইসিকে আদালতে হাজির করা হবে।
সূত্রে জানা যায়, রোববার সকালে শেরেবাংলা নগর থানায় বিএনপি দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ, কেএম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সালাহউদ্দিন আহমদ। মামলায় মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, আবু হানিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ (তৎকালীন নির্বাচন সচিব), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার বেনজির আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মো. মনিরুল ইসলাম এবং পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল আলম প্রমুখ।
উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তরায় নিজের বাড়ির সামনে স্থানীয় জনতা কাজী হাবিবুল আউয়ালকে আটক করে পুলিশকে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায়।