বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় মুম্বাইজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। গতকাল বান্দ্রার নিজ বাসায় এক অজ্ঞাত যুবকের হামলায় গুরুতর আহত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তার মেরুদণ্ডে ছুরির ভাঙা অংশ পাওয়ার পরপরই দীর্ঘ অস্ত্রোপচার চালিয়ে চিকিৎসকেরা তাকে শঙ্কামুক্ত করেন।
সাইফ-কারিনার বান্দ্রার বাসভবনে রাত আড়াইটায় ঘরের ভেতর চিৎকার শুনে বাইরে আসেন সাইফ। গৃহকর্মী ইলিয়ামার সঙ্গে এক অজ্ঞাত ব্যক্তি তর্কে জড়ায় এবং পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সাইফকে আঘাত করে।
মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন যুবককে বাসা থেকে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। তার কাঁধে একটি ব্যাগ ছিল এবং সে ক্যামেরার দিকে তাকাচ্ছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটির সঙ্গে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন লরেন্স বিশ্নোই গ্যাং জড়িত থাকতে পারে।
ঘটনার পর থেকেই বলিউড তারকাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সাইফকে দেখতে হাসপাতালে ছুটে যান শাহরুখ খান, কারিনা কাপুর, সারা আলী খানসহ পরিবারের ঘনিষ্ঠরা। এর আগে সালমান খানকেও এই গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার কথা বলেছেন। তবে মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় লরেন্স বিশ্নোই গ্যাংয়ের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। ২৬ বছর আগে সালমান খান ও সাইফ আলী খান কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় অভিযুক্ত হন। সালমান মামলা থেকে মুক্তি পেলেও বিশ্নোই সম্প্রদায়ের ক্ষোভ কমেনি। সম্প্রতি তারা সাইফসহ বলিউডের আরও ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়।
এই ঘটনা মুম্বাইয়ের আইনশৃঙ্খলা এবং বলিউড তারকাদের নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে আলোকপাত করছে।