সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ফিলিস্তিন, পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো
২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৫৪ জন সাংবাদিক, যা আগের বছরের তুলনায় বেশি। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, আর সাতজন পাকিস্তানি। এ তালিকায় বাংলাদেশ তৃতীয় স্থানে।
আজ বৃহস্পতিবার রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত প্রতিবেদনের বরাতে এএফপি জানিয়েছে, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল ফিলিস্তিন। সেখানে ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৬ জন গাজায় এবং ২ জন লেবাননে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে এক-তৃতীয়াংশের মৃত্যু ইসরায়েলি সেনাবাহিনীর হাতে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরএসএফ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের’ জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) চারটি অভিযোগ দাখিল করা হয়েছে। গাজায় চলমান সংঘর্ষের সময় ৩৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।
ইসরায়েল সরকার সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করলেও স্বীকার করেছে, সামরিক অভিযান চলাকালে কিছু সাংবাদিক হতাহত হয়ে থাকতে পারেন।
২০২৪ সালে বিশ্বজুড়ে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন, যার মধ্যে চারজনের নাম নতুন করে যুক্ত হয়েছে। এ ছাড়া ৫৫ জন সাংবাদিক এখনো জিম্মি অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে ২৫ জন ইসলামিক স্টেটের (আইএস) হাতে বন্দী।
পাকিস্তানে সাতজন এবং বাংলাদেশ ও মেক্সিকোতে পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন। আরএসএফের প্রতিবেদনে বাংলাদেশকে সাংবাদিকদের জন্য তৃতীয় বিপজ্জনক দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক ফেডারেশন অব জার্নালিস্টসের (আইএফজে) পৃথক এক প্রতিবেদনে ২০২৪ সালে ১০৪ জন সাংবাদিকের নিহত হওয়ার কথা বলা হয়েছে। প্রতিবেদনে গাজার সাংবাদিকদের ওপর চলমান নিপীড়নকে ‘নজিরবিহীন রক্তস্নান’ হিসেবে উল্লেখ করা হয়।
সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতি দিন দিন আরও নাজুক হয়ে উঠছে। বিশেষ করে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে তাদের কাজ করতে গিয়ে জীবন দেওয়ার ঘটনা উদ্বেগজনক।