যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ’ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থলাভিষিক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জন ডান কেইন, যিনি আগে চার তারকা জেনারেলও ছিলেন না।
শুধু ব্রাউন নন, একই দিনে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমানবাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকেও বরখাস্তের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণাটি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি ও সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
শুক্রবার স্থানীয় সময় ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘সোশ্যাল ট্রুথ’-এ পোস্ট দিয়ে জেনারেল ব্রাউনের প্রশংসা করেন, তাকে ‘ভালো ভদ্রলোক’ ও ‘অসাধারণ নেতা’ হিসেবে উল্লেখ করেন। তবে একইসঙ্গে তিনি জানান, আরও পাঁচজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে সরানোর পরিকল্পনা করেছেন এবং প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে তাদের মনোনয়ন চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন।
ট্রাম্পের এমন সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে, কারণ নতুন নিয়োগপ্রাপ্ত জন ডান কেইন অবসরপ্রাপ্ত ছিলেন এবং চার তারকা জেনারেল নন। তাকে সরাসরি অবসর থেকে ফিরিয়ে এনে সামরিক বাহিনীর নেতৃত্বে বসানোর বিষয়টি নজিরবিহীন।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প তার প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনছেন। প্রথম দিনেই শতাধিক নির্বাহী আদেশে সই করে আলোচনার জন্ম দেন তিনি। এবার সশস্ত্র বাহিনীতেও বড় ধরনের রদবদল আনতে শুরু করলেন, যার সূচনা হলো জেনারেল ব্রাউনকে বরখাস্তের মধ্য দিয়ে।