প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সক্রিয় সহযোগিতা ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। তার মতে, নির্বাচনী প্রক্রিয়ায় সরকারের মুখ্য ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, “নির্বাচনের জন্য আমাদের একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা রয়েছে, যা অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে। নির্বাচন কখন হবে— সেটি যথাসময়ে জানানো হবে।”
সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের যোগাযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “এটা বলা যাবে না যে সরকারের সঙ্গে আমাদের কোনো যোগাযোগই হচ্ছে না বা একেবারেই হচ্ছে না। প্রয়োজন অনুযায়ী যোগাযোগ হচ্ছে। নির্বাচনী তফসিলও নির্ধারিত সময়েই ঘোষণা করা হবে।”
সিইসির এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে এবং প্রশাসনিক মহলে নির্বাচনকে ঘিরে চলমান আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।