মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫| সন্ধ্যা ৭:৫৫

সরকারিভাবে খাদ্য ও অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে: বাণিজ্য সচিব

প্রতিবেদক
staffreporter
জুলাই ৮, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
সরকারিভাবে খাদ্য ও অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে: বাণিজ্য সচিব

সরকারিভাবে খাদ্য ও অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে: বাণিজ্য সচিব

সরকারিভাবে খাদ্যপণ্য ও অস্ত্র কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব জানান, বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের গম, সয়াবিন, এয়ারক্রাফটসহ বিভিন্ন পণ্যে শুল্ক ও প্রাধান্য ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ আরও বোয়িং বিমান কিনবে, তুলা আমদানি বাড়াবে এবং সরকারিভাবে খাদ্যপণ্য ও অস্ত্র কেনার সময় যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেওয়া হবে। এসব ক্ষেত্রে ছাড় দিতে বা সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের আপত্তি নেই বলেও জানান তিনি।

মাহবুবুর রহমান বলেন, “ভিয়েতনাম তাদের ওপর আরোপিত ২৬ শতাংশ শুল্ক কমাতে পেরেছে কৌশলগত আলোচনার মাধ্যমে। আমরা কেন পারিনি—সে প্রশ্ন থাকতেই পারে। তবে আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি ছিল না। যদি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র শুল্ক না কমায়, তাহলে কিছু ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে। তবুও আলোচনার পথ এখনো খোলা আছে এবং আমরা আশাবাদী যে ভালো কিছু হবে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত