সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত, নতুন অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন চাওয়া হবে
সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করেছে সরকার। দ্রুতই অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা করে নতুন কার্ড ইস্যুর জন্য দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে আবেদন করতে বলা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লেখেন, সচিবালয়ের অগ্নিকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনার (কি পয়েন্ট ইন্সটলেশন-কেপিআই) নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, যেকোনো প্রেস ইভেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দৈনন্দিন ভিত্তিতে অস্থায়ী প্রবেশাধিকার কার্ড দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে প্রবেশ আপাতত বাতিল করা হয়েছে। এ ছাড়া সচিবালয়ে প্রবেশের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অস্থায়ী পাস ছাড়া অন্য সব অস্থায়ী পাসও বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাতিল হওয়া পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ের একটি বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী পাসের জন্য আবেদন করতে পারবেন।
সরকারের পক্ষ থেকে এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।