রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| সন্ধ্যা ৭:০০

সচিবালয়ে অগ্নিকাণ্ড: নতুন তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২৭, ২০২৪ ১২:২৮ অপরাহ্ণ
সচিবালয়ে অগ্নিকাণ্ড: নতুন তদন্ত কমিটি গঠন

সচিবালয়ে অগ্নিকাণ্ড: নতুন তদন্ত কমিটি গঠন

ঢাকা সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর এর কারণ অনুসন্ধানে সরকারের পক্ষ থেকে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগের সাত সদস্যের কমিটি বাতিল করে এই নতুন কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন গঠিত কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও পুলিশ মহাপরিদর্শক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর মনজুর, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল, কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াছির আরাফাত খান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াসির আরাফাত খান সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

তদন্তের প্রয়োজনে এই কমিটি এক বা একাধিক সদস্য (কো-অপ্ট) নিতে পারবে। কমিটিকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির কার্যপরিধির মধ্যে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়-দায়িত্ব আছে কিনা সেটি নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সুপারিশ করা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সুপারিশ করতে হবে।

এর আগে, বুধবার রাত পৌনে ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ১০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে বেশ কিছু কক্ষ এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সচিবালয়ে এমন একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে, এবং সরকার দ্রুত তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ