বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম যদি লোক দেখানো হয়, তবে তা সংবিধানকে আরও পঙ্গু করে দেবে।
শনিবার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর সদরঘাট ও কমলাপুরসহ বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, "আপনারা সংবিধান, প্রশাসন ও বিচার বিভাগের সংস্কার করছেন। কিন্তু তা যদি লোক দেখানো বা তড়িঘড়ি করা হয়, তাহলে পুরো ব্যবস্থা ভেঙে পড়বে। আমরা চাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক, তবে রাতারাতি কিছু করলে তা কার্যকর হবে না।"
তিনি আরও বলেন, "দেশে গণতন্ত্র ধারাবাহিকভাবে এগোতে পারেনি। রাজনীতিবিদদের জন্য যথেষ্ট সুযোগ না থাকায় বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা সংসদ সদস্য হচ্ছেন। ৭০ অনুচ্ছেদ হঠাৎ করে তুলে দিলে সংসদে কেনাবেচা শুরু হবে। এই অনুচ্ছেদ অনুযায়ী, দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্যরা সদস্যপদ হারান।"
রিজভী শ্রমিকদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, "গণতন্ত্র ফেরাতে শ্রমিকরা ছাত্রজনতার পাশাপাশি জীবন দিয়েছেন। শেখ হাসিনার মতো শাসকের বিরুদ্ধে লড়াইয়ে ৯৭ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। সেই আত্মত্যাগের মূল্য দিতে হলে অন্তর্বর্তী সরকারকে শ্রমিকদের জীবনমানের দিকে নজর দিতে হবে। যদি শ্রমিকরা তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে না পারে, তবে আন্দোলনের চেতনা নষ্ট হয়ে যাবে।"
শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, শ্রমিক দল দক্ষিণের সভাপতি সুমন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সবুজ, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ অনেকে।