সংসদে আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না: হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় সংসদে আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কিনতে পারবে না কেউ। তিনি রাজনৈতিক দলগুলোকে জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতার প্রতি আকর্ষণ তরুণদের বিভ্রান্ত করতে পারে না।
সোমবার বিকেলে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসনাত আবদুল্লাহ এই মন্তব্য করেন। তিনি বলেন, “ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণদের মন জয় করা সম্ভব নয়। বরং তরুণ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে তাদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিন। ক্ষমতামুখী হওয়ার চেয়ে জনতার স্বার্থে কাজ করলে আমরা আপনাদের সঙ্গে থাকবো।”
রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, “ক্ষমতা নয়, জনতার প্রতি মনোযোগ দিন। যারা অতীতে ক্ষমতার মোহে অন্ধ হয়েছে, তাদের অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। জনতাকে সঙ্গে নিয়ে চললে তরুণরা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের পাশে থাকবে।”
আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ তাদের নিজেদের সহযোগীদেরও নির্মমভাবে হত্যা করেছে। গর্দান ও তলোয়ার কখনো একসঙ্গে থাকতে পারে না। এই দলকে পুনর্বাসনের চেষ্টা করা জাতীয় স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এটি দেশকে আরও বিভক্ত করবে। যারা এই পুনর্বাসন চায়, তারা দেশের স্বার্থের পরিপন্থী কাজ করছে।”
পুলিশ প্রশাসনের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ সতর্ক করে বলেন, “শেখ হাসিনার পথ অনুসরণ করার দরকার নেই। ক্ষমতার কাঠামোর দালালি না করে নিরপেক্ষভাবে কাজ করুন। না হলে বেনজীর-হারুনের মতো পরিস্থিতি আপনাদেরও মোকাবিলা করতে হবে।”
তিনি তরুণ প্রজন্মকে জনস্বার্থে জাগ্রত থাকার আহ্বান জানান এবং বলেন, রাজনৈতিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তরুণদের সচেতন থাকা জরুরি।