রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৪৮

সংলাপে না বসে কেন ফিরলেন অলি, জানালো এলডিপি

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৫, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ
সংলাপে না বসে কেন ফিরলেন অলি, জানালো এলডিপি

সংলাপে না বসে কেন ফিরলেন অলি, জানালো এলডিপি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিতে গিয়ে আমন্ত্রণের তালিকায় নাম না থাকায় ফরেন সার্ভিস একাডেমি থেকে ফিরে গেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সন্ধ্যায় এলডিপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিস্থিতির ব্যাখ্যা দেয়া হয়। দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “মঙ্গলবার রাতে উপদেষ্টা আদিলুর রহমান খান থেকে দাওয়াত পাওয়ার পর বুধবার বিকেল ৩টার পর কর্নেল অলি আহমদ এবং ড. রেদোয়ান আহমেদ সংলাপে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে যান। কিন্তু প্রবেশপথে তারা জানতে পারেন অতিথি তালিকায় তাদের নাম নেই। ফলে তারা বাসায় ফিরে যান।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “তালিকায় তাদের নাম না থাকার বিষয়টি সরকারের পক্ষ থেকেই ব্যাখ্যা দেয়া উচিত।”

এই ঘটনা নিয়ে সরকার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সূত্র জানায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি।

এলডিপি নেতাদের সংলাপে অংশ না নিতে পারার বিষয়টি অনেকের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে এ ধরনের একটি ত্রুটি রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ