সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে বরাত পালিত হবে আজ রাতে
সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সূর্যাস্তের পর থেকেই আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগিতে রাত অতিবাহিত করবেন, যা চলবে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত।
এই বিশেষ রাতে মুসলমানরা নফল নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করবেন। বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা শবে বরাতের পূর্ণতা অর্জনের আশায় সারা রাত ইবাদতে মশগুল থাকবেন।
আরবি শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। ফারসি ভাষায় ‘শব’ মানে রাত এবং ‘বরাত’ মানে মুক্তি, অর্থাৎ শবে বরাত হলো মুক্তির রাত। ইসলামিক পরিভাষায় এর আরবি নাম ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে এটিকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনি হিসেবে উল্লেখ করা হয়েছে।