ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নাগরিকদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। সম্প্রতি ইন্ডিয়া টুডে পরিচালিত 'মুড অব দ্য নর্থ-ইস্ট' শীর্ষক এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। গোটা ভারতের প্রেক্ষাপটে এই মতের পক্ষে রয়েছেন ২১.১ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে, ১৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, তাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য কোনো দেশে চলে যেতে বলা যেতে পারে, যেখানে ২৯.১ শতাংশ এই মতের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি দিল্লিতে সুরক্ষিত স্থানে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। এছাড়া, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি তারা গ্রহণ করেছেন এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে, দিল্লিতে অবস্থানরত বিশ্লেষকরা মনে করেন, ভারত সরকার তাকে ফেরত পাঠানোর বিষয়ে সময়ক্ষেপণ করতে পারে এবং রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।
এই পরিস্থিতিতে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নাগরিকদের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মতামত প্রদানের বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।