ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে শেখ মেহেদি নিজেকে প্রমাণ করেছেন। ক্যারিবিয়ান ব্যাটারদের বিরুদ্ধে পাওয়ার প্লেতে ধারাবাহিকভাবে ভালো শুরু এনে দেওয়া এই অফ স্পিনার তিন ম্যাচে অসাধারণ বোলিংয়ের জন্য হয়েছেন সিরিজ সেরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেহেদি বলেন, তার পরিকল্পনা ছিল প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগানো। তিনি বলেন, "পুরানকে আমি ভালো চিনি। জানতাম, অফ স্পিনারদের বিপক্ষে তার কাজ কঠিন হয়। এই পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরে আমরা সফল হয়েছি।"
তবে মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পরও দল নির্বাচনে নিজের অবস্থান নিয়ে কিছুটা অনিশ্চয়তা প্রকাশ করেন মেহেদি। প্রথম ম্যাচের পর আক্ষেপ করে তিনি জানিয়েছিলেন, দলের সমন্বয়ের কারণে তাকে প্রায়ই বাইরে থাকতে হয়। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি।
সিরিজ সেরা হওয়ার পর ভবিষ্যতে দলে নিয়মিত সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নে মেহেদি বলেন, "দল নির্বাচন আমার হাতে নেই। আমার কাজ কেবল পারফর্ম করে যাওয়া। বাকিটা নির্বাচকদের ওপর নির্ভর করছে।"
মেহেদির এই পারফরম্যান্স তার আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে আশা করা হচ্ছে। তবে তিনি নিজের কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে সবার কাছে ইতিবাচক বার্তা দিয়েছেন।